বুধবার | ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৪১
শিরোনাম :
নিয়োগ বিজ্ঞপ্তি – টিকে গ্রুপ শস্য, ফিড ও মিলিং শিল্পে দেশের সবচেয়ে বড় প্রদর্শনী গ্রেইন টেক বাংলাদেশ ২০২৫ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP), ওয়ার্ল্ড প্যাকেজিং অর্গানাইজেশন (WPO)-এর ফুল ভোটিং মেম্বার হিসেবে অন্তর্ভুক্ত BIP’র আগস্ট প্রশিক্ষণ সম্পন্ন, নতুন কোর্সে নিবন্ধন শুরু বিআইপি আসছে রুয়েটে! Waitrose বাজারে আনলো সম্পূর্ণ রিসাইক্লেবল হ্যান্ডওয়াশ বোতল ঢাকায় গুলশান-বনানী লেকে ইউনিসেফের উদ্যোগে প্লাস্টিক পুনর্ব্যবহার কর্মসূচি পুষ্টিগুণ ধরে রাখতে ভোজ্যতেলে চাই মানসম্মত প্যাকেজিং পলিপ্রোপিলিন vs পলিথিন: কোনটি বেশি টেকসই এবং খাদ্যপণ্য প্যাকেজিংয়ে উপযোগী? গাছের বর্জ্য থেকে ১০০% রিসাইক্লযোগ্য প্লাস্টিক তৈরি করলো সুইডিশ কোম্পানি
অভিনব “প্লাস্টিক-খেকো” ফাংগাস দিয়ে কি পরিবেশকে বাঁচানো সম্ভব হতে পারে?

অভিনব “প্লাস্টিক-খেকো” ফাংগাস দিয়ে কি পরিবেশকে বাঁচানো সম্ভব হতে পারে?

সবাই জানেন, প্লাস্টিকের বর্জ্য সহজে পচে-গলে মাটিতে মিশে যায় না, এ জন্য বহু সময় লাগে। আর ঠিক সে কারণেই প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য এত বড় হুমকি হয়ে উঠেছে।
কিন্তু যদি এমন হয় যে একধরনের ফাংগাস প্রয়োগ করা হলো – যা এই প্লাস্টিককে আক্ষরিক অর্থেই ‘খেয়ে ফেলতে’ পারে, তাহলে হয়তো প্লাস্টিক বর্জ্য প্রকৃতিতে মিশে যাবার কাজটা পানির মত সহজ হয়ে যাবে।
পৃথিবীর পরিবেশ রক্ষার জন্য এটা যে কত বড় ঘটনা হবে, তা বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না।
একজন বিজ্ঞানী – নিতান্ত আকস্মিকভাবেই ঠিক এটাই আবিষ্কার করে ফেলেছেন।
অন্য এক বিষয়ে গবেষণার কাজ করতে গিয়ে দৈবক্রমে সামান্থা জেংকিনস নামে এ গবেষক আবিষ্কার করেছেন এমন একটি ফাংগাস বা ছত্রাক – যা প্লাস্টিক-খেকো।
বিবিসির ব্যবসায়-প্রযুক্তি বিষয়ক রিপোর্টর এমা উলাকট জানাচ্ছেন এই গবেষকের কথা।
– সূত্র: BBC News

শেয়ার করুন





Translate Site »