শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ভোর ৫:৫৭
শিরোনাম :
৬ হাজার কোটি টাকা ছাড়িয়েছে ফ্লেক্সিবল প্যাকেজিংয়ের বাজার প্রতিবছরের ন্যয় এবারও শুরু হচ্ছে প্লাস্টিক, প্রিন্টিং, প্যাকেজিং (IPF) মেলা। সাফিউস সামি আলমগীর জিতেছেন এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্লাস্টিক ধ্বংসের উপাদান প্রকৃতিতে পাওয়া গেল দূষণরোধে বান্দরবানে এবার প্লাস্টিক বোতলের নৌকা! বাংলাদেশে প্লাস্টিক শিল্পের বিকাশের বিশাল সম্ভাবনা রয়েছে – বেঙ্গল ডিরেক্টর পরিবেশের সুরক্ষায় প্লাস্টিকপণ্য পুনঃব্যবহার বা রিসাইক্লিংয়ে জোর দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল মান নিয়ন্ত্রনে টেস্টিং মেশিন প্লাস্টিক শিল্প উন্নয়নে টাস্কফোর্স গঠন করা যেতে পারে: মুখ্য সচিব পরিবেশবান্ধব বায়োডিগ্রেডেবল পলিথিন
গার্মেন্টস প্যাকিং সেকশন সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

গার্মেন্টস প্যাকিং সেকশন সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

প্যাকিং হচ্ছে গার্মেন্টস শিল্পের অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট। প্যাকিং গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং হবার পর ফিনিশিং সেকশনে এসে করা হয়। প্যাকিং বক্সের মধ্যে একটি অর্ডার এর গুরুত্বপূর্ণ বিবরণ উল্লেখ থাকে।
যেমন,
• সাপ্লায়ার অ্যাড্রেস (Supplier Address)
• বায়ার অ্যাড্রেস (Buyer Address)
• স্টাইল নাম্বার (Style No.)
• পিও নাম্বর (Po No.)
• স্টাইল নেম (Style Name)
• কার্টুন নাম্বার Carton No.)
• কার্টুন কনটেটি (CTN. QTY.)
• কালার (Color)
• সাইজ (Size)
• কার্টুনের ওয়েট (Carton Wt.)
• টোটাল কোয়ান্টিটি (Total Qty.)
• শিপ কোয়ান্টিটি (Ship Qty.)
• এক্সেস (Excess)
• এক্সেস পার্সেন্টেজ (Excess Parsent)
• টোটাল কার্টুন (Total Carton)
• টোটাল সিবিএম (Total CBM)।
ইত্যাদি প্যাকেট সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়া থকে। যাতে করে বায়ার প্যাকিং দেখেই বুঝতে পারে তার দেওয়া স্যাম্পল এর সাথে প্রোডাক্ট এর মিল কেমন। এই সম্পূর্ণ প্যাকিং লিস্ট একজন মার্চেন্ডাইজার করে থাকেন।
প্রথমে ফিনিশিং সেকশন এর সুবিধার জন্য একটি ডামী প্যাকিং লিস্ট দিয়ে থাকে। ফিনিশিং কমপ্লিট করার পর সম্পূর্ণ ফিনিশিং ইনফরমেশন নিয়ে একটি ফাইনাল প্যাকিং লিস্ট তৈরি করা হয়।

কার্টুন প্যাকিং এর প্রকারভেদ
• সলিড কালার সলিড সাইজ (Solid color Solid size)
• সলিড কালার এসোর্টেড সাইজ (Solid color Assorted Size)
• এসোর্টেড কালার সলিড সাইজ (Assorted color Solid size)
• এসোর্টেড কালার এসোর্টেড সাইজ (Assorted color Assorted Size)
সলিড কালার সলিড সাইজ (Solid color Solid size) : কার্টুনের যে নির্দিষ্ট পোশাকগুলো প্যাকিং হবে সেগুলো সেম কালার এবং সেম সাইজ হবে।
সলিড কালার এসোর্টেড সাইজ (Solid color Assorted Size) : কার্টুনে সেম কালার পোশাক থাকবে কিন্তু সাইজ ভিন্ন হবে।
এসোর্টেড কালার সলিড সাইজ (Assorted color Solid size) : কার্টুনে বিভিন্ন কালার পোশাক থাকবে কিন্তু সাইজ সেম হবে।
এসোর্টেড কালার এসোর্টেড সাইজ (Assorted color Assorted Size) : কার্টুনের ভিতরে বিভিন্ন কালার বিভিন্ন সাইজের পোশাক থাকবে।

শেয়ার করুন





Translate Site »