মঙ্গলবার | ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | বিকাল ৫:১৬
শিরোনাম :
শস্য, ফিড ও মিলিং শিল্পে দেশের সবচেয়ে বড় প্রদর্শনী গ্রেইন টেক বাংলাদেশ ২০২৫ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP), ওয়ার্ল্ড প্যাকেজিং অর্গানাইজেশন (WPO)-এর ফুল ভোটিং মেম্বার হিসেবে অন্তর্ভুক্ত BIP’র আগস্ট প্রশিক্ষণ সম্পন্ন, নতুন কোর্সে নিবন্ধন শুরু বিআইপি আসছে রুয়েটে! Waitrose বাজারে আনলো সম্পূর্ণ রিসাইক্লেবল হ্যান্ডওয়াশ বোতল ঢাকায় গুলশান-বনানী লেকে ইউনিসেফের উদ্যোগে প্লাস্টিক পুনর্ব্যবহার কর্মসূচি পুষ্টিগুণ ধরে রাখতে ভোজ্যতেলে চাই মানসম্মত প্যাকেজিং পলিপ্রোপিলিন vs পলিথিন: কোনটি বেশি টেকসই এবং খাদ্যপণ্য প্যাকেজিংয়ে উপযোগী? গাছের বর্জ্য থেকে ১০০% রিসাইক্লযোগ্য প্লাস্টিক তৈরি করলো সুইডিশ কোম্পানি চীনা কোম্পানির বিনিয়োগে ঈশ্বরদী ইপিজেডে স্থাপিত হচ্ছে আধুনিক প্যাকেজিং কারখানা
ফরিদপুরে পলিথিন বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের আধুনিক প্ল্যান্ট উদ্বোধন

ফরিদপুরে পলিথিন বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের আধুনিক প্ল্যান্ট উদ্বোধন

ফরিদপুরের আদমপুরে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক পাইরোলাইসিস প্ল্যান্ট, যা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন করবে।

ডেনমার্ক সরকারের অর্থায়নে নির্মিত এই প্ল্যান্টের মাধ্যমে প্রতিদিন ৩৬০ কেজি পলিথিন ও প্লাস্টিক বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাত করে জ্বালানি তেল ও কার্বন উৎপাদন করা হবে। পরীক্ষামূলক পর্যায়ে ইতোমধ্যে ১,২০০ লিটার জ্বালানি তেল উৎপাদিত হয়েছে। উৎপাদিত তেল ট্রাক্টর, ট্রাক, জাহাজ ও ডিজেলচালিত জেনারেটরে ব্যবহারযোগ্য, আর ব্ল্যাক কার্বন ছাপাখানার কালি হিসেবে ব্যবহার করা যাবে।

প্ল্যান্টটি বাস্তবায়নে একত্রে কাজ করেছে ফরিদপুর পৌরসভা, প্র্যাকটিক্যাল অ্যাকশন, রিভার-সাইকেল, সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) ও ড্যানিডা মার্কেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেনমার্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর ও হেড অব ট্রেড আলী মুস্তাক বাট। উদ্বোধনের পর ‘পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধ করি, পরিবেশ বাঁচাই’ স্লোগানে একটি সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়, যা আদমপুর থেকে শুরু হয়ে শহরের অম্বিকা মেমোরিয়াল চত্বরে শেষ হয়।

ফরিদপুর পৌরসভার দৈনিক প্লাস্টিক বর্জ্য উৎপাদনের পরিমাণ প্রায় ৬.২ টন, যার মাত্র ৩০ শতাংশ পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। নতুন এই প্রকল্পের মাধ্যমে তা ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

একটি সেমিনারে বিশেষজ্ঞরা জানান, এই প্রযুক্তির মাধ্যমে একবার ব্যবহৃত প্লাস্টিক বর্জ্যকে জ্বালানি হিসেবে পুনঃব্যবহার করা সম্ভব, যা পরিবেশ দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা আরও বলেন, প্লাস্টিক বর্জ্য যথাযথভাবে সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাত করতে হলে শহরবাসীকে সচেতন হতে হবে এবং বর্জ্য সংগ্রহকারী কর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে।

ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস বলেন, ‘পরিচ্ছন্ন ও সবুজ ফরিদপুর গড়তে এই প্রকল্প একটি বড় উদ্যোগ। এ ধরনের আধুনিক প্ল্যান্ট অন্যান্য শহরেও স্থাপন করা হলে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

 

শেয়ার করুন





Translate Site »