রবিবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | সকাল ৭:৩৯
শিরোনাম :
BIP’র আগস্ট প্রশিক্ষণ সম্পন্ন, নতুন কোর্সে নিবন্ধন শুরু বিআইপি আসছে রুয়েটে! Waitrose বাজারে আনলো সম্পূর্ণ রিসাইক্লেবল হ্যান্ডওয়াশ বোতল ঢাকায় গুলশান-বনানী লেকে ইউনিসেফের উদ্যোগে প্লাস্টিক পুনর্ব্যবহার কর্মসূচি পুষ্টিগুণ ধরে রাখতে ভোজ্যতেলে চাই মানসম্মত প্যাকেজিং পলিপ্রোপিলিন vs পলিথিন: কোনটি বেশি টেকসই এবং খাদ্যপণ্য প্যাকেজিংয়ে উপযোগী? গাছের বর্জ্য থেকে ১০০% রিসাইক্লযোগ্য প্লাস্টিক তৈরি করলো সুইডিশ কোম্পানি চীনা কোম্পানির বিনিয়োগে ঈশ্বরদী ইপিজেডে স্থাপিত হচ্ছে আধুনিক প্যাকেজিং কারখানা Cambio Roasters বাজারে আনলো রিসাইক্লেবল অ্যালুমিনিয়াম কফি পড বিশ্বের প্রথম কাগজের বোতলে হ্যান্ডওয়াশ: পরিবেশবান্ধব উদ্ভাবনে নতুন মাত্রা এনেছে SUPA Innovations
BIP’র আগস্ট প্রশিক্ষণ সম্পন্ন, নতুন কোর্সে নিবন্ধন শুরু

BIP’র আগস্ট প্রশিক্ষণ সম্পন্ন, নতুন কোর্সে নিবন্ধন শুরু

ঢাকা, ৩০ আগস্ট ২০২৫:

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) গত ২২ ২৯ আগস্ট ২০২৫ তারিখে রাজধানীতে নিজস্ব প্রশিক্ষণ ভেন্যু “BIP Studio” (আদাবর, রিং রোড, শ্যামলী)-তে আয়োজন করেছে দুই দিনের বিশেষায়িত প্রশিক্ষণ কর্মশালা “Flexible Packaging Masterclass: Production Process, QC-QA & User-End Inspection”

 

প্রশিক্ষণে দেশের খ্যাতনামা কর্পোরেট প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল – Berger Paints Bangladesh, BYK Additives, BRAC Printing Pack, Perfetti Van Melle Bangladesh, Marico Bangladesh, Opsonin Pharma, Build Trade Foils Ltd., AGI Flex Ltd., Packaging BD, Vision Induction Wads Ltd., Global Pack এবং Taher Packaging

 

লার্নার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন –

  • মি. আদনান হোসেন, পরিচালক, আরবাব গ্রুপ
  • প্রফেসর তানভীর আলম, অ্যাডিশনাল ডিরেক্টর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্যাকেজিং (IIP)
  • মি. মাজহারুল ইসলাম, ভাইস-প্রেসিডেন্ট, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP)

অংশগ্রহণকারীরা জানান, প্যাকেজিং শিল্পের উৎপাদন প্রক্রিয়া, মান নিয়ন্ত্রণ ও ব্যবহারকারীর প্রান্তিক পর্যায়ে গুণগত পরিদর্শন সম্পর্কে হাতে-কলমে ধারণা অর্জনে এ প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রেখেছে।

নতুন প্রশিক্ষণ কর্মশালা ঘোষণা

অংশগ্রহণকারীদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং দেশের বিভিন্ন খাতের ৫০০ বেশি প্যাকেজিং পেশাজীবীর পরামর্শের ভিত্তিতে বিএইপি আয়োজন করছে নতুন প্রশিক্ষণ কর্মশালা –
“Flexible Packaging Excellence: Materials, Processes & Quality Testing”

 

এই কোর্সে আলোচিত হবে – কাঁচামালের বৈশিষ্ট্য, মান নিয়ন্ত্রণ ও নিশ্চয়তা (QC & QA), গুণগত পরীক্ষা (Quality Testing) এবং সমস্যা সমাধান (Troubleshooting)।

 

সম্ভাব্য অংশগ্রহণকারীদের জন্য লক্ষ্যভিত্তিক ক্ষেত্রসমূহ:

  1. ফ্লেক্সিবল প্যাকেজিং উৎপাদক প্রতিষ্ঠান – প্রোডাকশন, প্রিন্টিং, ল্যামিনেশন ও পাউচিং সুপারভাইজার; QC/QA অফিসার, ইঞ্জিনিয়ার ও R&D পেশাজীবী
  2. ভেন্ডর সাপ্লায়ার – রেজিন, ফিল্ম, ইঙ্ক, অ্যাডহেসিভ ও কোটিং সাপ্লায়ার; মেশিনারি ও যন্ত্রপাতি সরবরাহকারী; টেস্টিং ইন্সট্রুমেন্ট সাপ্লায়ার ও সার্ভিস প্রোভাইডার
  3. এন্ডইউজার বা গ্রাহক প্রতিষ্ঠান – খাদ্য ও পানীয়, ফার্মাসিউটিক্যালস ও হেলথকেয়ার, কসমেটিকস ও টয়লেট্রিজ, কৃষি ও বীজ, এবং অন্যান্য ভোক্তাপণ্য খাত
  4. শিক্ষার্থী তরুণ পেশাজীবী – প্যাকেজিং, পলিমার, কেমিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও নতুন কর্মজীবী

যোগাযোগ

বিস্তারিত তথ্য: https://www.bipbd.org/upcoming-training/

রেজিস্ট্রেশন লিংক: https://www.bipbd.org/registration/

ফোন: +88 01303 916785
ই-মেইল: [email protected]

শেয়ার করুন





Translate Site »