বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP), ওয়ার্ল্ড প্যাকেজিং অর্গানাইজেশন (WPO)-এর ৬৬তম দেশ এবং Full Voting Member হিসেবে অন্তর্ভুক্ত হয়ে দেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে ।
BIP-এর সভাপতি মোশাররফ হোসেন ভূঁইয়া ও পরিচালক মোহাম্মদ আব্দুল হাকিম WPO-এর আনুষ্ঠানিক আমন্ত্রণে ১১৪তম বোর্ড মিটিং-এ অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠিত হয় ২৭-৩১ অক্টোবর ২০২৫ শ্রীলঙ্কার কলম্বো শহরে। উল্লেখ্য, ওয়ার্ল্ড প্যাকেজিং অর্গানাইজেশন (WPO ) এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনা শহরে অবস্থিত।
এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ওয়ার্ল্ড প্যাকেজিং অর্গানাইজেশন (WPO) এবং শ্রীলংকা ইনস্টিটিউট অফ প্যাকেজিং (SLIP)।
পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজনে ছিল WPO Executive Board Meeting, Sustainability, Education ও Marketing বিষয়ক ওয়ার্কিং গ্রুপ, Global Packaging Forum 2025, এবং Sri Lanka Packaging Awards & Packaging Ball 2025।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) প্রতিষ্ঠিত হয় জুলাই ২০২৪ সালে বাংলাদেশের তিনজন অভিজ্ঞ প্যাকেজিং বিশেষজ্ঞের উদ্যোগে—প্রতিষ্ঠাতা সভাপতি: মোশাররফ হোসেন ভূঁইয়া, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি: মাজহারুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক: মোহাম্মদ আব্দুল হাকিম।
BIP দেশের প্রথম পেশাদার প্যাকেজিং শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, যা প্যাকেজিং শিক্ষার বিকাশ, দক্ষ জনশক্তি গঠন, টেকসই প্যাকেজিং প্রচার এবং আন্তর্জাতিক মানের সঙ্গে বাংলাদেশের প্যাকেজিং শিল্পকে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে কাজ করে।
BIP-এর ভিশন হলো দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে প্যাকেজিং শিক্ষায়, উদ্ভাবনে ও স্থায়িত্বে উৎকর্ষতার কেন্দ্র প্রতিষ্ঠা করা এবং মিশন হলো প্যাকেজিং পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি প্রসার, শিল্পে মান, নিরাপত্তা ও কমপ্লায়েন্স নিশ্চিতকরণ, এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করা।
WPO-এর সভাপতি লুসিয়ানা পেলেগ্রিনো, সেক্রেটারি জেনারেল ড. জোহানেস বার্গমায়ার, এবং ১১৪তম বোর্ড মিটিং-এ উপস্থিত সকল সদস্যের প্রতি তাঁদের উষ্ণ আতিথেয়তা ও সহযোগিতার জন্য BIP আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বাংলাদেশের প্যাকেজিং শিল্পকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করতে পেরে এবং বৈশ্বিক স্থায়িত্ব ও উদ্ভাবনের আলোচনায় অংশ নিতে পেরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
আইটি সহায়তাঃ টোটাল আইটি সলিউশন