বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) গর্বের সঙ্গে অংশগ্রহণ করেছে BIP-এর ইন্ডাস্ট্রিয়াল মেম্বার র্যাপিড প্যাক লিমিটেড-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে, যা অনুষ্ঠিত হয় ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে কেরানীগঞ্জে অবস্থিত তাদের চমৎকার কারখানায়।
এই বিশেষ আয়োজনে BIP-এর সভাপতি জনাব মোশাররফ এইচ ভুঁইয়া এবং সহ-সভাপতি জনাব মজহারুল ইসলাম উপস্থিত থেকে র্যাপিড প্যাক লিমিটেড-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শফিকুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এমন একটি স্মরণীয় আয়োজনের আমন্ত্রণ ও আন্তরিক আতিথেয়তার জন্য জনাব শফিকুল ইসলামসহ র্যাপিড প্যাক লিমিটেডের পুরো টিমকে BIP-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।
র্যাপিড প্যাক লিমিটেডের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
আইটি সহায়তাঃ টোটাল আইটি সলিউশন