রবিবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | দুপুর ১:২৩
শিরোনাম :
BIP’র আগস্ট প্রশিক্ষণ সম্পন্ন, নতুন কোর্সে নিবন্ধন শুরু বিআইপি আসছে রুয়েটে! Waitrose বাজারে আনলো সম্পূর্ণ রিসাইক্লেবল হ্যান্ডওয়াশ বোতল ঢাকায় গুলশান-বনানী লেকে ইউনিসেফের উদ্যোগে প্লাস্টিক পুনর্ব্যবহার কর্মসূচি পুষ্টিগুণ ধরে রাখতে ভোজ্যতেলে চাই মানসম্মত প্যাকেজিং পলিপ্রোপিলিন vs পলিথিন: কোনটি বেশি টেকসই এবং খাদ্যপণ্য প্যাকেজিংয়ে উপযোগী? গাছের বর্জ্য থেকে ১০০% রিসাইক্লযোগ্য প্লাস্টিক তৈরি করলো সুইডিশ কোম্পানি চীনা কোম্পানির বিনিয়োগে ঈশ্বরদী ইপিজেডে স্থাপিত হচ্ছে আধুনিক প্যাকেজিং কারখানা Cambio Roasters বাজারে আনলো রিসাইক্লেবল অ্যালুমিনিয়াম কফি পড বিশ্বের প্রথম কাগজের বোতলে হ্যান্ডওয়াশ: পরিবেশবান্ধব উদ্ভাবনে নতুন মাত্রা এনেছে SUPA Innovations
ঢাকায় গুলশান-বনানী লেকে ইউনিসেফের উদ্যোগে প্লাস্টিক পুনর্ব্যবহার কর্মসূচি

ঢাকায় গুলশান-বনানী লেকে ইউনিসেফের উদ্যোগে প্লাস্টিক পুনর্ব্যবহার কর্মসূচি

রাজধানীর গুলশান-বনানী লেকে ইউনিসেফের আয়োজনে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বৃহৎ প্লাস্টিক পুনর্ব্যবহার কর্মসূচি। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই আয়োজন চলে, যেখানে অংশ নেন স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

এই কার্যক্রমের মাধ্যমে গুলশান লেকের রোড ১৮ থেকে শুরু করে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ পর্যন্ত এলাকা প্লাস্টিক বর্জ্যমুক্ত করার চেষ্টা করা হয়। আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল ঢাকাবাসীর মধ্যে প্লাস্টিক দূষণ ও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা তৈরি করা।

এই কর্মসূচিতে ইউনিসেফের পাশাপাশি যুক্ত ছিল বানানী সোসাইটি এবং ৫৫ কদমতলা কমিউনিটি গ্রুপ। বানানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া (দিলান), কোষাধ্যক্ষ শফিকুজ্জামান রতন, নির্বাহী সদস্য আনজাম মারুফ এবং সদস্য ড. শাহেদ হায়দার চৌধুরী সরাসরি উপস্থিত ছিলেন এবং অংশগ্রহণকারীদের উৎসাহ দেন।

বানানী সোসাইটির সভাপতি বলেন,
এই উদ্যোগ শুধু একটি পরিষ্কারপরিচ্ছন্নতার অভিযান নয়, বরং এটি একটি সামাজিক সচেতনতা তৈরি নাগরিক সম্পৃক্ততার উদাহরণ।

সংগৃহীত প্লাস্টিক বর্জ্যগুলো রিসাইক্লিংয়ের জন্য নির্দিষ্ট কেন্দ্রে পাঠানো হয়। আয়োজকেরা জানান, ভবিষ্যতে ঢাকার অন্যান্য এলাকাতেও এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্লাস্টিক দূষণ প্রতিরোধে সবাইকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান আয়োজকেরা। এ ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষা সহজতর হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন





Translate Site »